ইসলামের দৃষ্টিতে একটি জাতির গৌরব ও ভবিষ্যৎ আশা-আকাঙ্ক্ষার প্রতীক হল সে জাতির যুবকদের যৌবনকাল। যুবক হচ্ছে প্রতিটি জাতির উন্নতি ও অগ্রগতির সোপান, জাতির মূল্যবান সম্পদ এবং দেশ গড়ার শ্রেষ্ঠ অবলম্বন। ইসলাম এ সম্পদের যথাযথ সংরক্ষণে বিশেষ গুরুত্বারোপ করেছে। যুবকদের নৈতিকতার উন্নয়ন, স্বাস্থ্য সংরক্ষণ, পরিশীলিত মনন ও বলিষ্ঠ চিন্তাধারায় সমৃদ্ধকরণে ইসলামের সুস্পষ্ট বিধান রয়েছে, যার আলোকে কাজ করে গেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ যুবক গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফল ভূমিকা ও সুনিপুণ কর্মধারা যুবকল্যাণ প্রত্যাশীদের অনুসরণ করতে হবে।
সৃষ্টির কল্যাণে ফাউন্ডেশন ছাত্র-নবীন-তরুণ যুবকদের সৎ-যোগ্য, আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করেছে।
এই উন্নয়ন এগিয়ে নেয়ার লক্ষ্যে আপনার সহোযোগিতা একান্ত কাম্য।