বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবন দেশ। প্রায় প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের ব্যপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে । প্রাকৃতিক দুর্যোগ সাধারণত আল্লাহর পক্ষ হতে বান্দার জন্য সতর্কতামূলক বার্তা। প্রাকৃতিক দুর্যোগ ও ভয়ভীতির মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের ঈমানের পরীক্ষা নেন। এ ব্যাপারে কুরআনের বিভিন্ন জায়গায় স্পষ্ট বক্তব্য রয়েছে।
আল্লাহ তায়ালা বলেন, ‘আমি তোমাদের ভয় ও ক্ষুধা দিয়ে, সম্পদ, প্রাণ ও ফসলের হানি করে পরীক্ষা করব। আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন, যাদের ওপর বিপদ আসলে তারা বলে, আমরা আল্লাহর জন্যই, আমরা তার দিকেই ফিরে যাব। তাদের ওপর তাদের রবের ক্ষমা ও রহমত অবতীর্ণ হয়। আর তারাই সঠিক পথপ্রাপ্ত।’ (সুরা বাক্বারা : আয়াত ১৫৫-১৫৭)
প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ তায়ালার পক্ষ হতে মুমিনের জন্য পরীক্ষা। তাই প্রাকৃতিক দুর্যোগের সময় সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে তাঁর সাহায্য কামনা করা এবং ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেয়ার পাশাপাশি তার ইবাদাত-বন্দেগি করে দুর্যোগপূর্ণ অবস্থা থেকে মুক্তি লাভের প্রার্থনা করা।
সৃষ্টির কল্যাণে ফাউন্ডেশন দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানোর লক্ষ্যে এই প্রাকৃতিক দুর্যোগকালীন সহায়তা প্রকল্প গ্রহণ করেছে। আল্লাহ তায়ালার সন্তুষ্টির অর্জনের লক্ষ্যে আপনিও এই প্রাকৃতিক দুর্যোগকালীন সহায়তা প্রকল্পের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাড়ানোর মহৎ উদ্যোগ নিন।