সদস্য আহ্বান

নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, সালাত কায়েম করেছে, যাকাত আদায় করেছে, তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার তাদের প্রভুর কাছে, (মৃত্যুর পর তাদের কোন ভয় থাকবে না তারা চিন্তিতও হবে না। (সুরাহ আল বাকারাহ, আয়াত-২৭৭)

সদস্য আহ্বান

সৃষ্টির কল্যাণে ফাউন্ডেশনের নীতি ও আদর্শের সঙ্গে একমত এরকম যে কেউ আজীবন সদস্য ও দাতা সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন।

আজীবন সদস্য

যারা ফাউন্ডেশনের কল্যাণার্থে এককালীন কমপক্ষে এক লক্ষ বা তদুর্ধ্ব টাকা ফাউন্ডেশনের তহবিলে দান করবেন, তারা ফাউন্ডেশনের আজীবন সদস্য হবেন।

দাতা সদস্য

যারা ফাউন্ডেশনের কল্যাণার্থে এককালীন কমপক্ষে পঞ্চাশ হাজার বা তদুর্ধ্ব টাকা ফাউন্ডেশনের তহবিলে দান করবেন, তারা ফাউন্ডেশনের দাতা সদস্য হবেন। দাতা ও আজীবন সদস্যগণ আমৃত্যু ফাউন্ডেশনের সদস্য থাকবেন। ফাউন্ডেশনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী তাঁদের পরামর্শ চাওয়া হবে এবং সময়ে সময়ে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে।

সদস্য হওয়ার নিয়ম:

উপরিউক্ত শর্ত সাপেক্ষে যে কোনো নারী-পুরুষ সৃষ্টির কল্যাণে ফাউন্ডেশনের দাতা বা আজীবন সদস্য হতে পারবেন। তাছাড়া কমপ্লেক্স প্রতিষ্ঠায় সহযোগিতার নিমিত্তে সামর্থ অনুযায়ী যে কোনো পরিমাণ অর্থও দান করা যাবে।

সার্বিক যোগাযোগ ও সহযোগীতার জন্য +8801610437066 (mobile, whatsapp)

অনুদান ফর্ম

Membership form
Scroll to Top

অনুদান প্রদান ফর্ম

Donation Form

যোগাযোগের তথ্য

আপনার সাথে যোগাযোগ করতে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন। 


×