নাহু-সরফ শিক্ষা

প্রতিটি ভাষা শেখার জন্য ঐ ভাষার ব্যাকরণ জানা খুবই গুরুত্বপূর্ণ। 

আরবি ভাষার ব্যাকরণ কয়েকটি অংশে বিভক্ত তন্মধ্যে নাহু-সরফ অত্যান্ত গুরুত্বপূর্ণ অংশ। 

সরফ শব্দের অর্থ হচ্ছে “শব্দতত্ত্ব”। কেউ যদি আরবি ভাষা শিখতে চায় তার কিছু মৌলিক করনীয় রয়েছে তন্মধ্যে একটি হলো বেশি 

বেশি শব্দ আয়ত্ব করা। 

যদি আমরা শব্দ না জানি তাহলে ব্যাকরণ এর সঠিক ব্যবহার করতে পারবোনা।  আর এই শব্দের রূপান্তর নিয়ে আলোচনা করে নাহু-সরফ। 

ভাষার মূল হচ্ছে অর্থবোধক শব্দ। শব্দ ছাড়া ভাষা কল্পনা করা যায়না। 

সৃষ্টির কল্যাণে ফাউন্ডেশন নিয়ে এলো আরবি ভাষা ও নাহু-সরফ শিক্ষা। এই কার্যক্রম সম্পর্কে জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। 

আমাদের অনেকেরই উচ্চারণে সমস্যা থাকে। থাকে আঞ্চলিকতার টান। অনেক অঞ্চলে ছড়ানো বাংলাদেশ। অঞ্চল থাকলে আঞ্চলিকতা থাকবেই। অঞ্চলের ভাষাটাই নিজের ভাষা হয়ে উঠবে। মা যে ভাষায় কথা বলে, সেটাই মাতৃভাষা। রক্ত দিয়ে, প্রাণ দিয়ে মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠা করা বাংলাদেশের বাংলা ভাষার তো একটা এক ও অভিন্ন মান বা প্রমিতি থাকা প্রয়োজন। সব মানুষই সুন্দর করে কথা বলতে চায়। সুন্দর উচ্চারণের মাধ্যমে সবাই তার ভাবনা প্রকাশ করতে চায়। তবে সুন্দর করে কথা বলার চর্চা করতে হয়। নিয়মিত চর্চা আর সাধনার মধ্য দিয়ে রপ্ত হয় এই শিল্প। সুন্দর করে কথা বলতে পারলে সহজেই সবার মনোযোগ আকর্ষণ করা যায়। 

সৃষ্টির কল্যাণে ফাউন্ডেশন নিয়ে এলো বাংলা ভাষা লেখালিখি ও প্রমিত উচ্চারণ শিক্ষার এক অভিনব প্রশিক্ষনের কার্যক্রম। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। 

Scroll to Top

অনুদান প্রদান ফর্ম

Donation Form

যোগাযোগের তথ্য

আপনার সাথে যোগাযোগ করতে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন। 


×